বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১৬ অপরাহ্ন

৭ দিন না খেয়ে আছে নওয়াজের স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১ বার পঠিত
এবার আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী তাঁর বয়ানে বলেছেন, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা আলিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। রিজওয়ানের অভিযোগ, তাঁর মক্কেলকে পুলিশের মাধ্যমে নওয়াজ ও তাঁর পরিবার গ্রেপ্তারের হুমকি দিয়েছে। এবার তারা আলিয়ার ওপর নানা অত্যাচার করছে।

রিজওয়ান নওয়াজের বিরুদ্ধে আলিয়াকে প্রতারিত করার সরাসরি অভিযোগ এনেছেন

আইনজীবী জানিয়েছেন, সাত দিন ধরে নওয়াজ তাঁর স্ত্রীকে অভুক্ত রেখেছেন, আলিয়াকে এককণা খাবার পর্যন্ত দেননি। শোবার জন্য আলিয়াকে বিছানা পর্যন্ত দেওয়া হয়নি। শুধু তা–ই নয়, স্নানের জন্য আলিয়াকে শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না। আলিয়ার ঘরে সিসিটিভি স্থাপন করা হয়েছে। নওয়াজ তাঁর স্ত্রীর ঘরের বাইরে ২৪ ঘণ্টা পুরুষ দেহরক্ষী মোতায়েন রেখেছেন বলে রিজওয়ান অভিযোগ করেছেন।

নওয়াজ আর তাঁর পরিবারের বিরুদ্ধে আলিয়ার আইনজীবী অভিযোগ করেছেন, তারা তাঁর মক্কেলের (আলিয়া) সঙ্গে কিছুতেই দেখা করতে দিচ্ছে না। রিজওয়ান আরও জানিয়েছেন, তিনি ও তাঁর টিম কৌশলে আলিয়ার হস্তাক্ষর নিতে সক্ষম হয়েছে। এখন নওয়াজুদ্দিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে আইনজীবী জানিয়েছেন।

নওয়াজুদ্দিন ও তাঁর স্ত্রী আলিয়ার দাম্পত্য কলহের কথা চার দেয়ালের মধ্যে চাপা থাকেনি। ২০২০ সালে এই বিবাদ প্রকাশ্যে এসেছিল। আলিয়া নওয়াজ আর তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছিলেন। আলিয়ার অভিযোগ ছিল, নওয়াজের ভাই তাঁকে মারধর পর্যন্ত করেছেন। নওয়াজ আর আলিয়ার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের পথে এগিয়েছিল। কিন্তু মাঝে নওয়াজ আর স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে গিয়েছিল। আবার তাঁরা একে অপরের বিরুদ্ধে কাদা–ছোড়াছুড়ি শুরু করেছেন।
আলিয়ার আইনজীবির এ অভিযোগ নিয়ে নওয়াজের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃবাণিজ্য মেলার ২৭তম আসরের পর্দা নামছে আজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..