মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন

ভারতের বিপক্ষে খেলতে চান আফ্রিদি

অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৪ বার পঠিত

হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন যাবত মাঠের বাইরে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। ইনজুরির কারণে মিস করেছিলেন সর্বশেষ এশিয়া কাপ। আর এশিয়া কাপের আফ্রিদির সার্ভিস ভালোই মিস করেছে পাকিস্তান দল। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হলে আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে আছেন এই পেসার।

বিশ্বকাপে যেকোনো ভাবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে চায় আফ্রিদি। পাকিস্তানের ডন প্রত্রিকার সঙ্গে আলাপকালে এমনটাই বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রসিডেন্ট রমিজ রাজা। তিনি বলেন, ‘আমি শাহিন আফ্রিদির সঙ্গে দুদিন আগেই কথা বলেছি। তার অবস্থা আগের থেকে ভালো। ডাক্তাররা আমাকে তার ভিডিও পাঠিয়েছে। সে এখন ৯০ ভাগ ফিট। ডাক্তাররা বলছে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘হাঁটুর ইনজুরি খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই আমাদের মতামত ছিল, সে ১১০ ভাগ ফিট না হলে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিব না। তবে আমি যখন তার সঙ্গে কথা বলেছি, তখনই সে ১১০ ভাগ ফিট ছিল। সে আমাকে বলেছে অস্ট্রেলিয়া গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ভারতের বিপক্ষে নামার জন্য প্রস্তুত হবে।’

কিছুদিন আগে শাহিন আফ্রিদি তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে তাকে শট রানআপে বোলিং করতে দেখা যায়। বর্তমানে আফ্রিদি লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

আরও পড়ুন: জনসমর্থন থাকলে বিদেশে যেত না বিএনপি: প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..