নেত্রকোনা মডেল থানা পুলিশ পৌর শহরের বাইরছাপড়া এলাকা থেকে সাফায়াত উল্লাহ (৩০) নামের এক মৎস্য বাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ।
আরও পড়ুনঃ যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে ১২ দলীয় জোট ও বিএনপির বৈঠক
নিহত সাফায়াত উল্লাহ পৌর শহরের বালুয়াখালী খালপাড় এলাকার ওমর আলীর ছেলে এবং পৌর কৃষকলীগের সহসভাপতি মাসুম মিয়া হত্যা মামলার আসামী। সে নিজ এলাকায় অন্যের পুকুরে মাছের পরিচর্যা করতো।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাফায়াত তার নিজ বাড়ী থেকে বের হয়। পরে সে আর রাতে বাসায় ফেরেন ।
রোববার সকালে শহরের বাইরছাপড়া এলাকার একটি পরিত্যাক্ত অটো রাইস মিলের পিছনে একটি গাছের নিচে সাফায়াত উল্লাহর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
মডেল থানার এস.আই মো. আলমগীর জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে এটা হত্যাকান্ড। সাফায়াতকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।