শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

একতারা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হিরো আলম

অনলাইন রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭ বার পঠিত

সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাক থেকেই হাত নেড়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন হিরো আলম। কাহালুতে পৌঁছার পর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দোকানে দোকানে গিয়ে ভোট চান। এ সময় নানা শ্রেণি–পেশার মানুষ তাঁর সঙ্গে সেলফি ও ছবি তুলতে ভিড় করেন। ভক্তরা একতারা প্রতীকের পক্ষে স্লোগান দেন। হিরো আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘যত খুশি সেলফি নেন, একতারায় ভোট দেন।

আরো পড়ুনঃসেন্ট মার্টিনে হবে সংসদীয় কমিটির সভা

বগুড়ার র‌্যাব কার্যালয়ে হিরো আলম

এবার হিরো আলমের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় নামছেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী। হিরো আলমের সঙ্গে নায়িকা হিসেবে রিয়া মনি সিনেমা করেছেন। তাঁর সঙ্গে মডেল হয়েছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে। এক সঙ্গে স্টেজ শোও করেছেন। হিরো আলমের সেই নায়িকা রিয়া মনি প্রচারণার শুরু থেকেই সঙ্গী হিসেবে মাঠে আছেন।হিরো আলম বলেন, ভোটারদের চমক দেখাতে আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া-৬ আসনে অর্থাৎ বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা মুনমুন। এ ছাড়াও একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্র শিল্পী।উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আলোচিত হিরো আলমআরও অনেক শিল্পী প্রচারণায় নামতে আগ্রহী হলেও হিরো আলম নিরুৎসাহিত করছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘তারকাদের খ্যাতির বিড়ম্বনা আছে। প্রচারণার মাঠে নামার পর থেকেই ভক্তদের সামাল দিতে হিমশিম অবস্থা। যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ একনজর দেখার জন্য ভিড় করছেন, সেলফি তুলছেন। এতে ভোটের প্রচারণা চালাতে বেশি সময় লাগছে। বেশি চলচ্চিত্র তারকারা ভোটের মাঠে নামলে ভিড় সামলাবে কে? এসব চিন্তা মাথায় রেখে অনেক তারকা প্রচারণায় মাঠে নামার আগ্রহের কথা জানালেও আমি তাঁদের নিরুৎসাহিত করেছি।

আরো পড়ুনঃমোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..