বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

অনলাইন রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২১ বার পঠিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটেরচর এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় দীপঙ্কর দেবনাথ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুনঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের গুলি ২০২৩ সালে উদ্ধার

নিহত দীপঙ্কর দেবনাথ মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর গ্রামের শঙ্কর দেবনাথের ছেলে।নিহতের বন্ধু আব্দুস সালাম জানান, দীপঙ্কর গজারিয়ার ভাটেরচর এলাকায় একটি কারখানায় চাকরি করেন। নাইট ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..