রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক মাস কারাভোগের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
আরো পড়ুন:বিএনপি ‘ওয়ান-ইলেভেনের’ পাঁয়তারা করছে: কাদের
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব।
এর আগে গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। গত ৩ জানুয়ারি তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর গত ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন বিএনপির মহাসচিব।