রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন

বিএনপি আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ ভীত নয়:অ্যাড. কামরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৪ বার পঠিত

জনগণকে সম্পৃক্ত করতে না পারলে বিএনপির আন্দোলন ফ্লপ করবে বলে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি আন্দোলনের নামে যেসব কর্মসূচি দিচ্ছে তাতে আওয়ামী লীগ ভীত নয়। নির্বাচনের আগে বিএনপি কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করলে তাতে বাধা দেবে না আওয়ামী লীগ।

আরও পড়ুন:বাংলাদেশে সহিংসতা ও নিপীড়ন বেড়েছে: হিউম্যান রাইটস ওয়াচ

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে বিএনপি।

অ্যাড. কামরুল ইসলাম বলেন, বিদেশিরা বিএনপিকে কখনো ক্ষমতায় বসাতে পারবে না। তবুও দেশের জনগণের ওপর আস্থা না রেখে বিদেশিদের ওপর নির্ভর করছে বিএনপি।

উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ সভাপতি শফিউল আজম খান বারকু প্রমুখ।

আরো পড়ুন:২৯শে এপ্রিল থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..