মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন

জনগন থেকে বিচ্ছিন্ন সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২১ বার পঠিত
সরকার পতনের যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি থেকে এবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতন আন্দোলনে জনগণকে জেগে ওঠার ডাক দিয়েছেন। তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলাদের ওপর ভর করেছে। তাদের ওপর ভর করে ক্ষমতা দখল করে আছে।গতকাল বুধবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দুই দিন আগে কারামুক্ত হন বিএনপি মহাসচিব।

আরো পড়ুন : হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা দল এবং কয়েকটি জোট যুগপৎ আন্দোলন শুরু করে। গণ-অবস্থান কর্মসূচি হচ্ছে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় বিএনপির ডাকা এই অবস্থান কর্মসূচি শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। ফকিরেরপুল থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত পুরো এলাকায় নেতাকর্মীরা রাস্তায় পলিথিনের ওপর বসে অবস্থান নেন। পুরো এলাকা জনসমাবেশে রূপ নেয়।স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে মির্জা ফখরুল বলেন, সরকারের দুঃশাসনের ইতি ঘটিয়ে জনগণের সরকার গঠন করা হবে।

আরো পড়ুন : ঢাকায় মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..