মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মামলার হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। উপজেলার খারইখালী গ্রামের সিদ্দিকুর রহমান শেখের বিরুদ্ধে বুধবার বিকেল ৪টার দিকে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহিন হাওলাদার, আব্দুল লতিফ হাওলাদার, মো. পারভেজ হাওলাদার, শামিমুল হাসান, খলিলুর রহমান খানসহ মহিশচরণী, কুমারিয়াজোলা, দেবরাজ, বারইখালী ও পঞ্চকরণ গ্রামের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন : প্রথম জয় পেলো বরিশাল

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম খান, হারুনর রশীদ মোল্লা, শিক্ষক আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, মাহমুদা বেগম ও লিমা বেগম।বক্তারা বলেন, রজ্জব আলীর ছেলে সিদ্দিকুর রহমান নিজে বাদী হয়ে আবার তার স্ত্রী জাহানারা বেগম বাদী বা কখনো সাক্ষী হয়ে এলাকার ৫০-৬০ জনের বিরুদ্ধে বাগেরহাট আদালতে সাতটি মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন: সিলেটে ছড়া-খাল উদ্ধার অভিযান শুরু জলাবদ্ধতা নিরসনে

এ বিষয়ে জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ইতিমধ্যে আমার নামে ১৫-২০টি মামলা দিয়েছে। আমি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিনি।ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, সিদ্দিকুর রহমান একজন খারাপ লোক। সে বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে এলাকার বহু নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছে।

আরো পড়ুন : কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতাচ্যুত করতে চাই না

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..