বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী নোয়াকচোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬ বার পঠিত
২০২৩ সালের জন্য মৌরিতানিয়ার নোয়াকচোট শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতি রাজধানী নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ জানুয়ারি) শহরের কনফারেন্স প্যালেসে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ ওয়ালাদ আলশেখ আল-গাজওয়ানিসহ বিভিন্ন মুসলিম দেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রীরা। ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) এই সাংস্কৃতিক আয়োজনে প্রাচীন পাণ্ডুলিপি, ক্যালিগ্রাফি ও তালিকাভুক্ত ইসলামী ঐতিহ্যের প্রদর্শন করা হয়।

আরো পড়ুন : বিশ্ব ইজতেমায় পুলিশ ’সাইবার নিরাপত্তা’ও কাভার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে মৌরিতানিয়ার সংস্কৃতিবিষয়ক মুহাম্মদ ওয়ালাদ আসবিদাত বলেন, ‘নোয়াকচোট শহরকে ইসলামী বিশ্বের সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণার মাধ্যমে মৌরিতানিয়ার সংস্কৃতি ও ইসলামের সুস্পষ্ট চিত্র উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এই দেশের চিংগুয়েটি, টিচিট, লাতাহ, আদানসহ ঐতিহ্যবাহী শহরগুলোর জ্ঞান প্রসারে ঐতিহাসিক ভূমিকা আছে। এই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি গ্রন্থাগারে অসংখ্য দুর্লভ পাণ্ডুলিপির ভাণ্ডার আছে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক এবং এখানকার নান্দনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত। এর মাধ্যমে মুসলিম বিশ্বের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ ও যৌথ বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..