মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:১২ অপরাহ্ন

তালেবান পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার অনুমতি দিল আফগানিস্তানে মেয়েদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪৩ বার পঠিত

সবশেষ গত মাসে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দিয়েছে। তালেবান সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও নারীদের পড়াশোনা নিষিদ্ধ করে।এ ছাড়া আফগানিস্তানে পুরুষ আত্মীয়স্বজন ছাড়া নারীদের একা একা ভ্রমণ নিষিদ্ধ। তাঁরা পার্ক ও শরীরচর্চা কেন্দ্রেও যেতে পারবেন না। ঘরের বাইরে যাওয়ার সময় তাঁদের পর্দা মেনে চলা বাধ্যতামূলক।আন্তর্জাতিক সমালোচনার জবাবে তালেবানের উচ্চশিক্ষামন্ত্রী বলেন, তাঁরা শরিয়াহ আইনের ভিত্তিতে আফগানিস্তানে নারীদের পড়াশোনার অনুমতি দেবেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও সিদ্ধান্তটির সমালোচনা করেছে। তালেবানের এ পদক্ষেপকে ‘লজ্জাজনক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছে তারা।জি-৭ ভুক্ত দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরাও তালেবানকে সতর্ক করেছেন। একে মানবতাবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।তুরস্ক, কাতার ও পাকিস্তানের মতো বড় বড় মুসলিম দেশগুলোও তালেবান সরকারকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন:কারামুক্ত ফখরুল-আব্বাস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..