মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

পুবের বিলের পৈত্রিক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:আ’লীগও সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী

শনিবার (৭ জানুয়ারি) সকালে পাটগাতী ইউনিয়নের পুবের বিলে জমিগুলোর পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

সাধারণত এ এলাকার জমিগুলো বছরের বেশিরভাগ সময়ই পানির নিচে থাকে। তাই ঠিকমতো চাষাবাদ হয় না। পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এসব জমিতে ভাসমান সবজি ও অন্য ফসল চাষ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সে ব্যাপারেও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুন:বিশ্ব ইজতেমায় পুলিশ ’সাইবার নিরাপত্তা’ও কাভার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..