শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪২ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন:বাংলাদেশ প্রযুক্তি নির্ভর অর্থনীতির দেশ : প্রযুক্তি প্রতিমন্ত্রী

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৪৬০ পিস ইয়াবা, ১১৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ৮৩৯ গ্রাম ১১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন:৫৫০ কোটি টাকা পেলেই নেইমারকে বেচে দেবে পিএসজি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..