মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন

সাকিব নেই ট্রফি উন্মোচনে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯ বার পঠিত

অফিসিয়াল ফটোসেশনে না থাকা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে সাকিব আল হাসানের! নয়তো বিপিএল অফিসিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান এড়িয়ে যান কীভাবে? সাকিব চাইলেই সব পারেন। কোনো জবাবদিহিতা না থাকায় সেই সুযোগটিই তিনি বারবার নেন। এবারও যেমন নিলেন।

আরও পড়ুন:সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৩৫

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বৃহস্পতিবার তিনটায় ছিল সাত অধিনায়কের অফিসিয়াল ফটোশুট ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে সাকিব বাদে হাজির ছয় দলের অধিনায়ক। তার দল ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা ডমিনেটর্স আনুষ্ঠানিকভাবে নাসির হোসেনের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেননি। তবে ট্রফির পাশে দাঁড়িয়ে নিজেই অধিনায়কত্ব পাওয়ার কথা বলেছেন।

এছাড়া সিলেট স্ট্রাইকার্সের মাশরাফি বিন মুর্তজা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুভাগত হোম, খুলনা টাইগার্সের ইয়াসির আলী রাব্বী ও রংপুর রাইডার্সের কাজী নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন। বিপিএলের সোনালি ট্রফিকে মাঝে রেখে প্রত্যেকেই হাসিমুখে পোজ দিয়েছেন। সঙ্গে বিপিএলকে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা শুনিয়েছেন।

ইমরুল কায়েস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স

‘কুমিল্লা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করে। এ বছরও একই পরিকল্পনা। চেষ্টা করবো এ বছরও শিরোপা ধরে রাখার জন্য। মাঠে ভালো খেলতে হবে। কাগজে কলমে যত শক্তিশালীই হন না কেন মাঠে খেলতে না পারলে লাভ হবে না।’

মেহেদী হাসান মিরাজ , ফরচুন বরিশাল

‘আমি তো একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। দুইবার ফাইনাল খেলেছি। অবশ্যই শিরোপা জেতার লক্ষ্য থাকবে। চ্যাম্পিয়ন হতে পারলে তো অবশ্যই ভালো লাগবে।’

শুভাগত হোম, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

‘সবার যে লক্ষ্য আমারও সেই লক্ষ্য। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো। আমাদের স্ট্রেন্থ হলো টিম স্পিরিট। দল ভারসাম্যপূর্ণ। সেই হিসেবে আমরা আশা করতেই পারি।’

কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্স

অবশ্যই আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। ট্রফি এখনও ধরিনি। যদি চ্যাম্পিয়ন হই তাহলেই ধরবো। আমাদের দল তরুণ, প্রাণশক্তিতে ভরপুর। দলে অনেক অলরাউন্ডার আছে। মাঠে একশ ভাগ দিলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অনুশীলন তো আমাদের জন্য ভালো সুযোগ। সময়সীমা ছিল না, ইচ্ছামতো নিজেদের মাঠে অনুশীলন করতে পেরেছি। কিন্তু ম্যাচ মিরপুরে। এখানে নিজেদের শতভাগ দিতে হবে।

নাসির হোসেন, ঢাকা ডমিনেটর্স

সবার মতো আমরাও চাইবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করবো। এর আগেও আমি অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাতেই মনোযোগ থাকবে, সাথে দল যেন ভালো ফল করে।

ইয়াসির আলী, খুলনা টাইগার্স

নার্ভাস নই, এক্সাইটেড আসলে। জীবনের নতুন একটা জিনিস, তাও বিপিএলের মতো আসরে। চেষ্টা করবো দলের জন্য ভালো কিছু করার। তামিম ভাইয়ের সাথে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন- ‘আমাকে যখন তোর প্রয়োজন হবে আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই হেল্প করবো।’

মাশরাফি বিন মুর্তজা, সিলেট স্ট্রাইকার্স

‘শুরু হওয়ার পর বোঝা যাবে (বিপিএলের উত্তাপ)। তবে প্রত্যেকবারই খেলা শুরু হওয়ার পর তো খেলাটা ভালোই হয়। প্রতিযোগিতা থাকে। সবাই সবার দল নিয়েই ব্যস্ত থাকে। আশা করি, প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে। ফ্র্যাঞ্চাইজি চায় ভালো কিছু করতে। সব দলই চায় চ্যাম্পিয়ন হতে। আমরাও অবশ্য তার ব্যতিক্রম কিছু না। এটা তো আর বলে কয়ে হবে না। মাঠে ভালো করতে হবে। ওয়ান বাই ওয়ান ম্যাচ…। কাল যদি ভালো করতে পারি, এটা তো মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে আমরা শুরু থেকে ভালো করার চেষ্টা করবো।

আরও পড়ুন:সংকটে আছে বিএনপি :মাহবুব উল আলম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..