মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে ‘ভয়ঙ্কর’আদম পাচারকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৪২ বার পঠিত

বিশ্বের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ আদমপাচারকারী হিসেবে পরিচিত কিদান জেকেরিয়াস হাবতেমারিয়ামকে সুদান থেকে গ্রেফতার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় এই ইরিত্রিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়। ইথিওপিয়া ও নেদারল্যান্ডসের মাধ্যমে ইন্টারপোল তাকে পাকরাও করতে দুবার রেড নোটিশ দিয়ে রেখেছিল।

আরও পড়ুন:ঝিনাইগাতীতে নিজের পুরুষাঙ্গ নিজেই কাটলো যুবক

হাবতেমারিয়াম লিবিয়ায় একটি ক্যাম্প পরিচালনা করতেন। সেখানে ইউরোপ যেতে আগ্রহী শত শত পূর্ব আফ্রিকান নাগরিককে রাখা হতো। তিনি তাদের অপহরণ, ধর্ষণ করতেন, বলপূর্বক অর্থ আদায় করতেন।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আ-সুওয়াইদি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, হাবতেমারিয়ামকে ১ জানুয়ারি সুদানি পুলিশ গ্রেফতার করেছে।

তিনি বলেন, আমরা এখন ইউরোপ যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদমপাচারকারী একটি রুট বন্ধ করতে পেরেছি। এই পথে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, সুদান থেকে অবৈধভাবে হাজার হাজার লোক লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করত।

আরও পড়ুন:সরকারি উদ্যোগে চাল আমদানির সিদ্ধান্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..