মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

পরী আমার সন্তানের মা, তাকে সম্মান করি : রাজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৯ বার পঠিত

বিচ্ছেদ ইস্যুতে চিত্রনায়িকা পরী মণি জানিয়েছিলেন, আমি রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। পরী মণির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ বলছেন, ‘আমি কোনো সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই।’ সোমবার সন্ধ্যায় গণ মাধ্যমের কাছে এমন মন্তব্য করেছেন রাজ।

আরও পড়ুন:মার্টিনেজের বিশ্বকাপ পদক পাহারা দিচ্ছে কুকুর

পরীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কি না এমন প্রশ্নে রাজ বলছেন, ‘দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। যত দ্রুত সম্ভব অফিসিয়ালি সব শেষ। সন্তান কতদিন কার কাছে থাকবে, এ ব্যাপারে যে আইনি পরামর্শ দেবে সেটাই মেনে নেব।’

রাজ আরও বলেন, ‘আমি চুপচাপ আছি কারণ তাঁকে সম্মান করি। সে আমার সন্তানের মা।’

এর আগে শুক্রবার মধ্যরাতে পরী মণি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর গত বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক সন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

আরও পড়ুন:মার্টিনেজের বিশ্বকাপ পদক পাহারা দিচ্ছে কুকুর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..