মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন

কেউ বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের উদ্দেশে বলেছেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন। এ বিষয়ে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না।

আরও পড়ুনঃবছরের শেষ মাসে এলো ১৮ হাজার কোটি টাকা রেমিট্যান্স

সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বছর উপলক্ষে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে আমরা কূটনীতিকদের উদ্দেশে বলেছি, দেশের বিরুদ্ধে কেউ অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। আপনাদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারাই ব্যবস্থা নেবেন।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এটা নিয়ে কাজ করবে। প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, এটা আমাদের হেডেক নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনও দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি-নন বিদেশি কোনও বিষয় নয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা নিয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সীমান্তে কোনও লোক নিহত যেন না হয়। এটা আমাদের কোনও ব্যর্থতাও নয়। আপনাদের দেখতে হবে, কেন ওই লোকটা মরলো। ওটাও আপনারা খুঁজে দেখেন।

আরও পড়ুনঃঢালিউডের সঙ্গে দক্ষিণি সিনেমার তুলনা করবেন না: শুভ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..