রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন

ঢালিউডের সঙ্গে দক্ষিণি সিনেমার তুলনা করবেন না: শুভ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৭ বার পঠিত

কোনো একক নায়কের পক্ষে ঢালিউড ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন আরিফিন শুভ। তার মতে দেশের চলচ্চিত্রে এগিয়ে নিতে হলে শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম, শুভ—সবাইকে লাগবে। শুধু তাই নয়, বাংলা চলচ্চিত্রের সঙ্গে ভারতের দক্ষিণি সিনেমার তুলনা করতে নিষেধ করেন তিনি।

আরও পড়ুনঃবিএনপির দেওয়া রূপরেখায় আ.লীগের মুখ বন্ধ হয়ে গেছে: খসরু

রোববার (১ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত রোস্তারাঁয় মুক্তিপ্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন আরিফিন শুভ। তিনি বলেন, “অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের কাজ করতে হয়। তাই আমাদের ছবির সঙ্গে ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র তুলনা করবেন না। দুটোর বাস্তবতা আলাদা।”

শুভ আরও বলেন, ‘আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পাশের দেশে তিন-চার তলার সমান বিশাল ক্রেনের ওপর ফ্রেম বানিয়ে শুটিং করে। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতির জন্য আমাদের এমন কিছু করা উচিত না, যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আমাদের শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম, শুভ সবাইকে লাগবে।’

চলচ্চিত্র শিল্পের প্রতি ইতিবাচক দৃষ্টি রাখার আহবান জানিয়ে শুভ বলেন, ‘এ থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকের উচিত সিনেমা নির্মাণকে সাপোর্ট করা। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো ছবি হওয়ার সম্ভাবনা থাকে।’

পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট এটি। পরিচালনা করেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুনঃদলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব : ইসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..