মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ স. এর প্রতি প্রশংসা ১৯৩৩ সালের বিয়ের কার্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬ বার পঠিত

বিয়েতে রকমারি ধরনের কার্ড অন্যতম অনুষঙ্গ। কারও পছন্দ বিশেষ কোনও খাম, আবার অনেকের পছন্দ অতি সাধারণ কার্ড। কিছু বিয়েতে আবার কার্ডের সঙ্গে বিলাসবহুল উপহার দেওয়া হয়। সময়ের সঙ্গে যেমন আমাদের চারপাশে সবকিছু বদলেছে, তেমনই বদলেছে বিয়ের কার্ডের ধারণাও। সম্প্রতি পুরনো একটি বিয়ের কার্ড ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃকূটনীতি পলিটিক্যাল নয় ইকোনমিক হবে : প্রধানমন্ত্রী

ইন্টারনেটে বেশ কয়েকদিন ধরেই একটি ৮৯ বছরের পুরোনো কার্ডের ছবি ঘুরছে। সেই কার্ডের উল্লিখিত বিষয় দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।

টুইটারে দাদা-দাদির বিয়ের কার্ড শেয়ার করেছেন সনিয়া বাটলা নামের একজন। ১৯৩৩ সালে তার দাদা-দাদির বিয়ে হয়। বাদামী রঙের পুরেনো বিয়ের কার্ডটি উর্দু হরফে লেখা। ১৯৩৩ সালে ২৩ এপ্রিল ছেলের বিয়েতে আমন্ত্রণের জন্য কার্ডটি লেখা হয়।

উর্দুতে লেখা কার্ডটির বাংলায় অনুবাদ করলে হয়, ‘আমি সম্মানিত নবী মুহাম্মদ রাসুলুল্লাহ স. এর প্রতি প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় স্যার, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি এই শুভ সময়ের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার ছেলে হাফিজ মুহাম্মাদ ইউসুফের বিয়ে ২৩ এপ্রিল ১৯৩৩/২৭ জিলহজ ১৩৫১ রোববার।’

কার্ডটিতে একেবারে অন্য ধরনের লেখার ধরনও দেখা গিয়েছে। ছেলের বিয়ের জন্য কার্ডটিতে বরের বাবা লেখেন, ‘আমি আপনাদের স্ট্রিট কাসিম জানে আমার বাড়িতে আসার জন্য এবং তারপরে আমাদের সঙ্গে কিষানগঞ্জ এলাকায় কনের বাড়িতে, নিকাহ (রাসুল মুহাম্মদ স. এর সুন্নাহ) তে অংশ নিতে এবং খাবার খেতে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালিমা ২৪ এপ্রিল ১৯৩৩ / ২৮ জিলহজ্জ ১৩৫১। সকাল ১০টায় আমার বাড়িতে এসে ওয়ালিমার অংশ হন এবং আপনার প্রতি আমাকে কৃতজ্ঞ করুন।’

বিয়ের যাবতীয় নিয়মের সময় বজায় রাখার বিষয়েও কার্ডে উল্লেখ রয়েছে। বিয়ের কার্ডেও পরিষ্কারভাবে বরের বাবা লেখেন, ‘বরযাত্রী সকাল ১১টায় রওনা হবে। আপনার সময়ানুবর্তিতা আমাকে স্বাচ্ছন্দ্য দেবে। আমন্ত্রণ লেখক: মুহাম্মদ ইব্রাহিম হাফিজ শাহাব-উদ-দিন মুহাম্মদ ইব্রাহিম, স্থান: দিল্লি।’

কার্ডে কোথাও কনের নাম নেই, যা এখনকার কার্ডে দেখা যায়। কার্ডটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই তা ভাইরাল হয়। লাখ লাখ মানুষ এটি দেখেছেন।

আরও পড়ুনঃবই উৎসব সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে : শিক্ষামন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..