লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে বিপ্লব মিয়া (বিপুল) (২২), নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
আরও পড়ুনঃ১৪ তলা ভবনে পেলের কফিন স্থাপন
রবিবার ভোরে উপজেলার বুড়িমারী বিওপির মেইন পিলার ৮৪৩-এর কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত বিপুল পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইউনিয়নের রহমতপুর (গাটিয়ারভিটা) ঠগেরবাড়ি এলাকার রশিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ০১/০১/২০২৩ খ্রি. ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৮৪৩ এর নিকট বাংলাদেশি গরু ব্যবসায়ী একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ৯৮ বিএসএফ এর চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দল ২/৩ রাউন্ড গুলি ছুড়ে, এতে ১ জন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়। পরে তাকে তার সহযোগীরা উদ্ধার করে রংপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সীমান্তের ওপারে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ পাটগ্রাম থানা আনা হয়েছে আইনি প্রক্রিয়া চালমান ।
এ ঘটনায় রংপুর ৬১ বিজিবি লে. কর্নেল শাহারিয়ার সাংবাদিকদের বলেন, উপজেলার গাটিয়ারভিটা এলাকায় নিজ বাড়িতে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি জানা নেই। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুনঃজাতিসংঘে বাংলাদেশসহ ফিলিস্তিনের পক্ষে ভোট দিলো ৮৭ দেশ