মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩২ বার পঠিত

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (১ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা।

আরও পড়ুনঃভাঙছে রাজ-পরীমনির সংসার

সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়া পরিবার ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করেন নেতাকর্মীরা।

এসময় ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো: ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো: আসাদুজ্জামান আসাদ, মো. আনোয়ার হোসেন, শাফি ইসলাম, মো. আবু জাফর, মো. আদনান, মো. মোহন, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের আরিফুল ইসলাম ও সাইদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুনঃঅতীতের কোনো সরকার শিক্ষার জন্য কিছু করেনি : প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..