জনবহুল শহর রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৫। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে ঢাকা।
আরও পড়ুনঃবন্ধ হচ্ছে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার
এদিকে একই সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে আছে ঘানার রাজধানী আক্রা (২৬৩)। করোনার কারণে সবচেয়ে পরিচিত নাম চীনের উহান (২৪২) আছে এরপরেই। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে পাকিস্তানে করাচি ও লাহোর। করাচির স্কোর ২২১ ও লাহোরের ১৯৫।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, তা জানায়।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুনঃদুর্নীতি করতে আসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি:প্রধানমন্ত্রী