জেমস ক্যামেরনের মহাকাব্যিক সিনেমা অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার বিশ্বব্যাপী চলছে ভালোভাবেই। ভ্যারাইটি বলছে, সিনেমাটি ১০ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৮৫৫ মিলিয়ন ডলার।
আরও পড়ুনঃযে কারণে প্রেসিডেন্টের আমন্ত্রণ সাড়া দেননি মেসি
টিকিট বিক্রির হিসেবে এ বছরের পঞ্চম সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা এটি। ৩৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটির এখন লক্ষ্য বছর শেষ হওয়ার আগেই ১ বিলিয়ন ডলার আয় করা। এ বছর ১ বিলিয়ন স্পর্শ করতে পেরেছে শুধু টপ গান: ম্যাভরিক এবং জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন।
ভ্যারাইটি আরও বলছে, অ্যাভাটার ২ ডমেস্টিক বক্স অফিসে ২৫৩ দশমিক ৭ মিলিয়ন এবং আন্তর্জাতিকভাবে ৬০০ মিলিয়ন ডলার তুলেছে।
উত্তর আমেরিকায় প্রচন্ড ঠান্ডা আবহাওয়া এবং বিশ্ব জুড়ে কোভিড, ফ্লু বেড়ে যাওয়ার পরও সিনেমাটি ভালো ব্যাবসা করবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর আমেরিকার বাইরে অ্যাভাটার ২ চীনে ১০০ দশমিক ৫ মিলিয়ন, কোরিয়ায় ৫৩ মিলিয়ন, ফ্রান্সে ৫২ দশমিক ৩ মিলিয়ন, ভারতে ৩৭ মিলিয়ন এবং জার্মানিতে ৩৫ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছে।
বিশ্বব্যাপী, বিশেষ করে চীনের মতো বাজারে কোভিড না বাড়লে এ পরিমাণ আরও বাড়ত বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
সিনেমাটি রাশিয়ায় মুক্তি দেয়া হয়নি। অ্যাভাটার ২ বড় একটি বাজার হারিয়েছে। প্রথম অ্যাভাটারটি রাশিয়া থেকে ১১৬ মিলিয়ন ডলার আয় করেছিল।