রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন

নিষিদ্ধ হয়েও লড়াই চালিয়ে যেতে চান জাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণের পর তা লাথি মেরে ফেলে দিয়ে আসেন বডি বিল্ডার জাহিদ হাসান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও শুরু হয় সমালোচনা।

আরও পড়ুনঃতুষারঝড়ে যুক্তরাষ্ট্র-কানাডায় ৬০ জনের মৃত্যু

সে ঘটনার পর রোববার জরুরি সভার আয়োজন করে বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন। আলোচনা শেষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে, অখেলোয়াড় সুলভ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আজীবনের জন্য বহিষ্কার করে ফেডারেশন।

নিষিদ্ধ হলেও দুর্নীতির বিরুদ্ধে নিজের এ লড়াই চালিয়ে যেতে চান জাহিদ। যা করেছেন সেটা নিয়ে তিনি অনুতপ্ত নন বলেন এ বডিবিল্ডার।

এ বিষয়ে সোমবার তিনি গণমাধ্যমকে তিনি বলেন, ‘চোরদের কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা। জুতা পেটা করা উচিত তাদের। ওরা আমাকে কী ব্যান করবে আমি এই ফেডারেশনকে বয়কট করছি।

‘আপনারা চুরি করবেন, সেটা ধরায় দিলেই ব্যান করে দিবেন। যা করেছি ঠিকই করেছি। যা করেছি বুঝে শুনেই করেছি। চোরের মুখে লাথি দিয়েছি। দুর্নীতিকে লাথি দিয়েছি। তারা একটা বানোয়াট জাজমেন্টের দ্বারা আমাকে দ্বিতীয় বানিয়েছে। আমার বডি কন্ডিশন হিসেব করা হলে কোনভাবেই সেকেন্ড হওয়ার কথা না। তারা একটা বানোয়াট রেজাল্ট দিয়ে আমাকে সেকেন্ড ঘোষণা করে।’

এর আগে শুক্রবার জাতীয় বডিবিল্ডিং প্রতিযোগিতায় ১১ জন বিচারক প্যানেলের ঘোষণা অনুযায়ী জাহিদ রানার্সআপ হন। এতে তিনি সন্তুষ্ট না হয়ে মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন। পরে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামার পর লাথি মেরে তিনি প্রতিবাদ করেন।

প্রতিযোগিতার মঞ্চেও কর্মকর্তাদের খারাপ আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন জাহিদ।

তিনি বলেন, ‘আমাকে তো কথা বলার জন্য মাইক দেওয়াই হল না। উল্টো দূর দূর করে স্টেজ থেকে নামিয়ে দেয়া হল। বিষয়টা তাদের আগে থেকেই ফিক্সিং করা, তাই তারা আমাকে বেশি সময় মঞ্চে রাখবেন না। এটা তো জানা কথা। স্টেজ থেকে নামার পর আমার মেজাজ খারাপ হয়ে যায়।’

‘চুরি করে কিভাবে দেখেন, আপনার রেজাল্ট শিট বা স্কোর শিট আপনাকে দিবে না। সেটা তারা প্রকাশই করবে না। মনগড়া একটা বুঝ দিয়ে ফলাফল জানিয়ে দেয় সবসময়।’

‘এমন একটা ফেডারেশন, যেখানে জাতীয় প্রতিযোগীতায় পুরষ্কার হিসেবে দেয় হাড়ি পাতিল, ব্লেন্ডার, গ্লাস, মেলামাইনের প্লেট এটা সেটা। এগুলা একটা জাতীয় প্রতিযোগীতার পুরষ্কার হতে পারে?’

আরও পড়ুনঃচাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোট গ্রহণ ১ ফেব্রুয়ারি:ইসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..