আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ মেন্স এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দল।
আরও পড়ুনঃআমেরিকা-রাশিয়াকে নাক না গলানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
আজ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ জয় পায় বাংলাদেশ। বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে চার দেশ নিয়ে আয়োজিত হচ্ছে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২’। যেখানে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা।
এর আগে গতকাল নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলংকাকে হারিয়ে কিরগিজস্তান ফাইনালে ওঠে।
শ্রীলংকার ৫ নম্বর জার্সিধারী কাভিস্কা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুনঃদেশের ৯০ শতাংশ মানুষ স্বৈরাচারী সরকারের পতন চায়: কর্নেল অলি