আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন বা মেট্রোরেল। স্বপ্নের এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও এর ভাড়া নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রতিবেশী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে অভিযোগ করে বিভিন্ন মহল থেকে তা কমানোর দাবি উঠেছে। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাস্তবতার নিরিখেই এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। সবাই এটা মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
আরও পড়ুনঃউখিয়ায় রোহিঙ্গা হেড মাঝিকে গুলি করে হত্যা
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের উদ্বোধনের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভাড়া নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘এখন যে অবস্থান ঢাকা সিটিতে, আপনি উত্তরা থেকে কমলাপুর আসবেন ১০০ টাকা। কত মিনিটে আসবেন? ৩৮ মিনিটে। তাহলে কোথায় লস হলো।’
সরকারের সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘প্রত্যেকে আনন্দের সঙ্গে এটা গ্রহণ করবে। ভাড়া একটা বিষয়। তবে বাস্তবে এটা সবাই এক্সেপ্ট করবে। মিনিমাম রিক্সাভাড়া এখন ২০ টাকা।’