মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

পৌষের শীতের সকালে রাজধানীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

বাংলা ক্যালেন্ডারে এখন পৌষ মাস। এ সময়ে পাতার গায়ে জমে কুয়াশা, প্রকৃতিজুড়ে থাকে শীতের আবহ। এই আবহের মধ্যেই মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালটা রাজধানীবাসীর কাছে ধরা দিলো বৃষ্টিস্নাত হয়ে।

আরও পড়ুনঃআগামীকাল মেট্রোরেল উদ্বোধন

এদিন ভোর সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এতে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটেছে স্বাভাবিক কর্মে। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুঁজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

বৃষ্টির পরিমাণ জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এ ছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশা খানিকটা বেড়ে যায়। সড়কে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়েছে।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

আরও পড়ুনঃনারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করা শরিয়া-বিরোধী : আল-আজহারের ইমাম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..