আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকায় চালু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল। তবে সাধারণ গণপরিবহনের মতো এই মেট্রোরেলে শিক্ষার্থীরা হাফ পাস পাবেন না। শুধু এমআরটি পাসধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।
আরও পড়ুনঃআগামীকাল মেট্রোরেল উদ্বোধন
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড়া পাবেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনাভাড়ায় দেশের প্রথম এই মেট্রোরেলে চলাচল করতে পারবেন।
আবার অভিভাবকদের সঙ্গে তিন ফুট উচ্চতা পর্যন্ত কোনো শিশু মেট্রোরেলে চলাচল করতে চাইলে ওই শিশুর টিকেট লাগবে না।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, উত্তরা থেকে আগারওগাঁও পর্যন্ত আসতে সময় লাগবে ১০ মিনিট, ভাড়া পড়বে ৬০ টাকা।
আরও পড়ুনঃবিমানে উঠতে দিল না মোটা মডেলকে