মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণ মামলার একমাত্র আসামি মাছুম (২৩) নামে এক যুবককে গ্রেফতার কারছে র‌্যাব -১১ এর সদস্যরা। রোববার সকালে উপজেলার বিশনন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১১ ( আদমজী নগর) এর সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) এ এস পি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিৎ করেন।

আরও পড়ুনঃজাপানে ভারি তুষারপাতে নিহত ১৪

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, মাছুম উচিৎপুরা বাজারের একজন ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ি। মোবাইলে টাকা রিচার্জ করার সূত্রে ধর্ষিতা একই গ্রামের খলিলের মেয়ে ছাবেদ আলী স্পিনিং মিলের শ্রমিক (১৬) এর সঙ্গে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহের প্রলোভনে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। এরই ধারাবিহকতায় গত ৫ অক্টোবর রাতে মাছুম তার প্রেমিকাকে তার নানার বাড়ী উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী এলাকায় নিয়ে গিয়ে তার সাথে দৈহিক মেলাশো করতে চায়। কিন্তু প্রেমিকা তাকে বিয়ে না করলে আর দৈহিক মেলা মেশা করবেনা বলে বেঁকে বসে। ফলে ক্ষিপ্ত হয়ে মাছুম তাকে বলপূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে ১২ অক্টোবর ধর্ষিতার পিতা খলিল বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলাটি দায়ের করলে দীর্ঘদিন পলাতক থাকার পর র‌্যাব তাকে রোববার গ্রেফতার করে।

আরও পড়ুনঃআওয়ামী লীগের হাত ধরে সমৃদ্ধির পথে বাংলাদেশ : শেখ সেলিম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..