যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার বার্তা দিলো চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ‘পুরনো একতরফা মাস্তানির রুটিন’ অবশ্যই বন্ধ করতে হবে।
আরও পড়ুনঃসম্মেলনে যোগ দিতে ঢল নেমেছে নেতাকর্মীদের
ওয়াং ইয়ি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র চীনের অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে। বেইজিংয়ের বৈধ উদ্বেগে অবশ্যই ওয়াশিংটনকে মনোযোগ দিতে হবে। ‘রেশমপোকার মতো কাটার’ কৌশল ব্যবহার করে চীনের ‘রেড লাইন’ অতিক্রম করার চেষ্টা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে উত্তেজনার প্রকাশ। তবে দেশ দুইটির প্রেসিডেন্ট সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুনরায় কূটনৈতিক আলোচনা শুরুর চেষ্টা করেছেন।
আরও পড়ুনঃআওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বাজেট ৩ কোটি ১৩ লাখ টাকা