মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল শুরু হবে আগামীকাল শনিবার। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দলকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। এরই অংশ হিসেবে আজ বিএনপিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ক্ষমতাসীন দলটি।

আরও পড়ুনঃআওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে:প্রধানমন্ত্রী

সম্মেলনের আগের দিন শুক্রবার (২৩ ডিসেনম্বর) আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের তিন নেতাকে আমন্ত্রণ জানায়। এর নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক আবু সায়েম। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স।

বিএনপির যে তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।

এ সময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধিদের বলেন, আমাদের সব নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কিভাবে যাব।

জবাবে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আমরা আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।

এরপর বিএনপি নেতা প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপি’র সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ তথ্য-বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃরাজনৈতিক অপশক্তি রুখতে আমরা বদ্ধপরিকর:র‍্যাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..