ঢাকা মহানগর উত্তর বিএনপির ১২ নেতা পদত্যাগ করেছেন। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ১০ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্য সচিব আমিনুল হক। এরপর আমিনুল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন তারা।
আরও পড়ুনঃচট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পদত্যাগকারীরা হচ্ছেন- সহ সভাপতি শামসুর রহমান শাহীন ও মো. জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মো. কফিল উদ্দিন কফিল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন মৃধা, সহ কোষাধ্যক্ষ মো. কামাল, সহ দফতর বিষয়ক সম্পাদক মো. সোহাগ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. লোকমান, সদস্য মো. ইউসুফ ও মো. মনির হোসেন পালোয়ান এবং সাবেক সদস্য ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটি। জানতে চাইলে আমিনুল হক অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, অনেকে তাদের চাওয়া অনুযায়ী পদ-পদবি না পাওয়ায় সামাজিক যোগাযোগর মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাদের অনেকেই আবার যোগাযোগ করছেন। দুখ প্রকাশ করছেন।