শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় গণপিটুনিতে গরু চোর নিহত

গাইবান্ধা প্রতিনিধি মো: শাকিল মিয়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

গাইবান্ধা  সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে এসে অজ্ঞাতনামা (৪৫) এক চোর ধরা খেয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন।সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃরমজানের ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ:বাংলাদেশ ব্যাংক
বিষয়টি নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিম মিয়া জানান, রাতের ওই সময় ভাঙ্গামোড় গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরু মিয়ার বাড়ির গরু চুরি করে একটি চোরের দল। এসময় টের পেয়ে লোকজন ধাওয়া করলে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হলে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক এই চোরকে মৃত ঘোষণা করেন।এ বিষয় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি । 

আরও পড়ুনঃখেলাপি ঋণে কিস্তির অর্ধেক দিলেই নিয়মিত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..