বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন

মগবাজার রোডে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।সোমবার রাত সাড়ে ৯টায় বাংলামোটর-মগবাজার রোডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃরমজানের ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ:বাংলাদেশ ব্যাংক

পাশের এক রেসটুরেন্টের কর্মচারী জানান, ‘হঠাৎই দেখলাম বাসে আগুন ধরে গেল। মনে হচ্ছে বাসের ভেতরে এসিতে প্রথম আগুন ধরে। এরপর পুরো বাসে সেটা ছড়িয়ে পড়ে।’

কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘না এমন কিছু ঘটেছে বলে মনে হয়নি।’

ঘটনাস্থলে উপস্থিত এই প্রতিবেদক নিজেও দেখেছেন, প্রথমে বাস থেকে ধোঁয়া উঠতে থাকলে চালক ও যাত্রীরা নিরাপদে নেমে যান। পরে দ্রুতই বাসটিতে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ আগুন জ্বলে ওঠে।

দ্রুতই ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পার্শ্ববর্তী একটি ভবনের কয়েকটি কক্ষেও আগুন ধরে যায়। সেটিও দ্রুতই নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপণ দল।

আরও পড়ুনঃশুক্রবার ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..