রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

দাম কমেছে সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে যথাক্রমে ১৮৭ ও ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ লিটারে ২১ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম ওয়েলের দামও পাঁচ টাকা কমেছে।

আরও পড়ুনঃসাইকেলে চড়ে নেপাল থেকে ঢাকায় আসলেন জার্মান রাষ্ট্রদূত

রোববার (১৮ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভার আলোচনার আলোকে সর্বসম্মতিক্রমে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপারের (খোলা) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো।

এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। আগে এক লিটার বোতলজাত সয়াবিনের মূল্য ছিল ১৯২ টাকা। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে।

প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃশুক্রবার ইউক্রেনে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..