মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন

‍উপনির্বাচনে আদালতের রায় দেখে সিদ্ধান্ত :ইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুনঃ৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল কর্মসূচি

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‌‘আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।’

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে কমিশনের নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেছিলেন বিএনপির সাবেক সহ সভাপতি নাজমুল হুদা। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দিয়েছিল। এরপর আদালত থেকে নিবন্ধন পাওয়ার রায় পেলে কমিশন হাইকোর্টের সে রায়ের ওপর ‘লিভ টু’ আপিলের আবেদন করে ২০১৯ সালে। আপিল বিভাগ কমিশনের সে আবেদন খারিজ করে দেন গত রোববার। নির্বাচন কমিশন এখন সে রায়ের কপি পাওয়ার অপেক্ষাতেই আছে।

আরও পড়ুনঃবাংলাদেশ নিরাপদ নয়: মুহাম্মদ ইবরাহিম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..