পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
আরও পড়ুনঃপ্রধানমন্ত্রী একজন ক্রীড়ানুরাগী : নৌপরিবহন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এম এ হাকিম হাওলাদার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি গত ২৮ নভেম্বর দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বচিত হন।
রবিবার দুপুর ১২টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি ভান্ডরিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল প্রমুখ।
আরও পড়ুনঃপ্রধানমন্ত্রী একজন ক্রীড়ানুরাগী : নৌপরিবহন প্রতিমন্ত্রী