বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত ক্ষেতলাল জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

জয়পুরহাট ক্ষেতলাল যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, ক্ষেতলাল থানা, উপজেলা জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।

আরও পড়ুনঃসাড়ে আট মাসেও প্রকাশিত হয়নি ৪০তম বিসিএসের ফল
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬, ৩৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম,সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ, জেলা পরিষদের সদস্য ও ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্না মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজাহার আলী,মোফাজ্জল হোসেন ও সাংবাদিক আজিজার রহমান, এস,কে মুকুল, আজিজুল হক,এস এম মিলন,ওয়াকিল আহমেদ, শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকেলে ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃসাড়ে আট মাসেও প্রকাশিত হয়নি ৪০তম বিসিএসের ফল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..