শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩ বার পঠিত

দেড় কেজি হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি বখতিয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব -১৪। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃগণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে বিদায় করতে হবে:মোশাররফ

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বখতিয়ার হোসেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার লোটাবর গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে। এলকায় সে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবিষয়ে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, ‘বখতিয়ার হোসেন জামালপুর জেলা সহ আসপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সম্প্রতি র‍্যাবের একটি অভিযানিক দল তার উপর নজর রাখে। পরে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানাধীন শ্যামগঞ্জ কালিবাড়ী হাজী সুপার মার্কেটে তসলিম ফ্যাশন হাউজের সামনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান হেরোইন ও মাদক বিক্রি নগদ টাকা সহ বখতিয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।’

আশিক উজ্জামান আরও বলেন, ‘উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক অবৈধ বাজার মূল্য দশ লক্ষ টাকা। এই বিষয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃগণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে বিদায় করতে হবে:মোশাররফ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..