বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে প্রতিবাদে রাজধানীতে মিছিল ও পথসভা করেছে জামায়াত। আজ মঙ্গলবার সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আরও পড়ুনঃবিএনপির পদত্যাগে সরকারের কাতুকুতু লেগেছে : তথ্যমন্ত্রী
মিছিলটি রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ রেলগেটে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে আরও অংশ নেন জামায়াতের অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, অধ্যাপক মোকাররম হোসাইন, মু. শামছুর রহমান, আব্দুস সালাম, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ প্রমুখ।
আরও পড়ুনঃহেনস্তাকারী পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ:ডিএমপি