কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূর ইসলাম ওরফে শেখ চাঁন এবং তাইজুদ্দিন কারাগারে বন্দী ছিলেন।
আজ সকালে তাঁরা দুজনেই কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নূর ইসলাম এবং তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃবিএনপির ছয় এমপির আসন শূন্য