পঞ্চম ও শেষবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে খেলতে আসা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর মঞ্চটা রঙিন করতে পারেননি পর্তুগিজ মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় তার দল।
আরও পড়ুনঃআজ বিএনপির ৪ নেতার জামিন শুনানি
আর এতেই স্বপ্নভঙ্গ করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় এই তারকাকে। আসর থেকে বিদায়ের বিষাদে সেদিন রোনালদোর সঙ্গে কেঁদেছিলেন তার কোটি কোটি ভক্ত। বিদায়বেলায় এমনই এক ভক্তের কাছ থেকে বার্তা পেয়েছেন রোনালদো। তিনি ভারতীয় ক্রিকেটের ‘সুপারস্টার’ বিরাট কোহলি।
আজ (সোমবার) সকালে টুইটারে রোনালদোকে উদ্দ্যেশ্য করে কোহলি লিখেন, ‘এই খেলা ও সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য আপনি যা করেছেন, তা কোনো ট্রফি বা শিরোপা যাচাই করতে পারে না।
কোনো শিরোনাম ব্যাখ্যা করতে পারে না যে আপনি মানুষের উপর কী প্রভাব ফেলেছেন। আপনাকে যখন খেলতে দেখি তখন আমি ও বিশ্বের অনেক মানুষ সেটা অনুভব করি। এটা ঈশ্বর প্রদত্ত উপহার’।
আরও পড়ুনঃআজ মওলানা ভাসানীর জন্মদিন