রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিএনপিকে অনুতপ্ত হতে হবে:কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আর সাভারে আওয়ামী লীগের উদ্যোগে শান্তির জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সাভার পৌর এলাকার রেডিওকলোনী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তির জনসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃহাইকোর্টে রিট জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’

এসময় জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করেছেন। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো জনসভার মাঠ। জনসভায় শুরুর কিছুক্ষন পরেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনারা সাত জন গেলে জাতীয় সংসদ অচল হয়ে পরবে এাঁ ভাবার কোন কারন নেই।

এসময় ওবায়দুল কাদের বলেন, সংসদ থেকে আমরা তাদেরকে বের করে দেইনি,এই ভুলের জন্য বিএনপিকে অনুতপ্ত হতে হবে। বিএনপি পুলিশের উপর হামলা করে দেশকে পাকিস্তানে পরিনত করতে চেয়েছিলো কিন্তু তাদের সেই স্বপ্ন কোন দিন পুরণ হবে না জানিয়ে তিনি আরও বলেন,বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে তাই এতিমের টাকা চুরির দায়ে খালেদা জিয়া যখন জেলে ছিলো তখন তারা আন্দোলন করে বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারেনি বলেও বলেন তিনি।

লক্ষ মানুষের এই জনসভায় রাত থেকেই অনেক নেতাকর্মী জনসভা স্থলে এসেছেন। শান্তির জনসভা উপলক্ষে সেখানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তির এই জনসভা শুরুর আগ থেকে ঢাকা জেলার অন্তরগর্ত সাভার,আশুলিয়া,ধামরাই,দোহার,নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। উসৎব মুখর পরিবেশ বিরাজ করে গোটা জনসভা স্থল। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা
দৌলার সভাপতিত্বে শান্তির এই জনসভায়,কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,এ্যাডভোকেট কামরুল ইসলাম,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ,ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ,সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহম্মেদ নাসিম পাভেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তবে এই শান্তির জনসভা উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দোকান পাট বন্ধ রয়েছে এতে করেও দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

আরও পড়ুনঃইতিহাস গড়তে মাঠে নামছে বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..