ভারতের তামিলনাড়ুর মমল্লপুরমের কাছে শুক্রবার রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্দৌস। তার প্রভাব এখনও কাটেনি। এর মধ্যেই নতুন ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। অনুকূল পরিস্থিতি তৈরি হলে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়। খবর আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুনঃবিএনপির সংসদ পদত্যাগের চিঠি পাননি স্পিকার
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কতটা শক্তিশালী হবে সেই ঘূর্ণাবর্ত, তা থেকে ঘূর্ণিঝড় হবে কি না, এ সব বিষয়ে নজর রাখা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। সে দিকে নজর রাখছে ভুবনেশ্বরের আবহাওয়া দপ্তর।
আরও পড়ুনঃবিড়ালের অভিশাপেই হারল ব্রাজিল