বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

আদালতে তোলা হয়েছে ফখরুল-আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি সাদা মাইক্রোবাসে করে তাদের আদালতে আনা হয়।

আরও পড়ুনঃরাজনীতি এ দেশের জনগণই নির্ধারণ করবেনঃ সেলিম

এসময় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে মিছিল করতে শুরু করেন। তারা ‘খালেদা জিয়া, খালেদা জিয়া’; ‘জিয়ার সৈনিক গড়ে তোলা একতা’; ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’; ‘আগামীকাল সমাবেশে যোগ দিন সফল করুন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে তোলার আগে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো রকমের অরাজক পরিস্থিতি এড়াতে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

তিনি বলেন, আদালতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

াারও পড়ুনঃকর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প অর্গানাইজেশন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..