শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন

গুজরাটে ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে বিজেপির জয়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

গুজরাট বিধানসভায় ১৮২ আসনের মধ্যে ১৫৬টিতে জয়ী হয়ে রেকর্ড গড়েছে বিজেপি। এই জয়কে ‘মোদির জয়’ হিসেবেই দেখছে দল। বৃহস্পতিবার ফল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কথাতেই তা স্পষ্ট হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

আরও পড়ুনঃবিএনপির নেতার অভাব নেই, সমাবেশ হবেই

তিনি বলেন, ‘স্বাধীন ভারতে রেকর্ড ভেঙে এই জয় আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী যে, দেশ এবং গুজরাটের মানুষের সেবা করেছেন, তা এই জয়ে স্পষ্ট।’ যদিও প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠে জয়ের কৃতিত্ব দিয়েছেন জনতাকে। অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও নির্বাচন কমিশনকে।

হিমাচলপ্রদেশে হেরেছে বিজেপি, তবে সেখানকার মানুষকেও ধন্যবাদ দিতে ভোলেননি মোদি। দিল্লির উপনির্বাচনে হেরে সেখানকার মানুষকেও ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখানে না জিতলেও আসলে ভোটের ফল বিজেপির প্রতি মানুষের আস্থাই প্রকাশ করে।

আরও পড়ুনঃকাতার বিশ্বকাপে নিরাপদ বোধ করছেন নারী দর্শকরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..