বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ভোটগ্রহণ হবে আগামী ৪ জানুয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে স্থগিতকৃত ভোট পূর্ণরায় ভোটগ্রহণ হবে আগামী ৪ জানুয়ারি। আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃআফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণ, নিহত ৭

তিনি বলেন, আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সব কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। প্রার্থীরা ৬ ডিসেম্বর মঙ্গলবার থেকেই প্রচারণা শুরু করতে পারবেন।
এর আগে গতকাল ৫ ডিসেম্বর সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, আগের নির্বাচনের দোষী কেউ নতুন নির্বাচনের দায়িত্বে থাকবেন না। ওই এলাকা থেকে সম্ভব না হলে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা-উপজেলা, তাও সম্ভব না হলে দেশের যেকোনো স্থান থেকেই প্রিসাইডিং অফিসার আনা হবে। তিনি আরও বলেন, ভালো নির্বাচনের জন্য নির্বাচনের সংস্কৃতির পরিবর্তন করতে হবে।

আরও পড়ুনঃশুধু ভারত নয়, পাকিস্তানের কাছেও কম দামে তেল বিক্রি করবে রাশিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..