মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৯ অপরাহ্ন

উত্তরার গার্ডার দুর্ঘটনার বিষয়ে বাংলাদেশ পদক্ষেপ নেবে: লি জি মিং

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার পঠিত

রাজধানীর উত্তরার নির্মাণাধীন বিআরটিএ প্রকল্পের গার্ডার দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জি মিং।সোমবার (০৫ ডিসেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানে সঙ্গে সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুনঃস্বেচ্ছাসেবায় বাংলাদেশকে রোল মডেল করার আহ্বান

গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে বিআরটি-৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৫০-৬০ টন ওজনের একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়লে এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হন। পরে উত্তরা পশ্চিম থানায় নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মন্ডল বাবু বাদী হয়ে ‘চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি)’ বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদায়ী চীনা রাষ্ট্রদৃত বলেন, যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, যাদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। এ বিষয়ে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে। কারণ, ঘটনাটি বাংলাদেশে ঘটেছে। তবে এ দুর্ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নিতে হবে, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে ভালো সময় পার করেছেন উল্লেখ করে লি জি মিং বলেন, আমি ঢাকায় চীনের রাষ্ট্রদূত হিসেবে তিন বছর চার মাস দায়িত্ব পালন করলাম। এটি একটি অন্যরকম অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক। চীন বাংলাদেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, চীন সব সময় আমাদের উন্নয়নমূলক কাজের সঙ্গে ছিল। তারা চায় বাংলাদেশে আরও উন্নয়নমূলক কাজ হোক। তবে সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলবো। হউক সেটা চীন, ভারত কিংবা রাশিয়া।

আরও পড়ুনঃজাপানিজ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..