স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৭২ জন ও ঢাকার বাইরে ১৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৩২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৭৭ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৫৫৫ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৯২৭ জন।
এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৫৭ জন।
আরও পড়ুনঃবাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ