শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

‘ছাত্রলীগের’ সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

পরে সিলেট কোতোয়ালি থানা–পুলিশ ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এরপর সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।

মদন মোহন কলেজের একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বেলা ১১টা থেকে কলেজে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলার সময় একটি হলের তিনজন পরীক্ষার্থী তাঁদের আসন পরিবর্তন করেন। এ সময় তাঁরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে পরীক্ষার হলে বিশৃঙ্খলা দেখা দেয়। হলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষা পরিদর্শক একপর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে সতর্ক করেন। এরপর তিন শিক্ষার্থী তর্কে জড়ালে হলের শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রয়োজনে তাদের বহিষ্কার করা হবে বলে ভয় দেখান ওই শিক্ষক।

অনাবশ্যক তর্ক করায় পরীক্ষা শেষে তিন শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বলেন কেন্দ্র কমিটির সদস্যরা। তবে তাঁদের বহিষ্কার করা হয়েছে—এমন গুজবে কলেজের সামনের সড়ক অবরোধ করেন ওই তিন শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। কলেজ থেকে জানানো হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অবরোধকারীরা ছাত্রলীগের কেউ নন দাবি করে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে আসেন না। সাধারণ শিক্ষার্থীরাই অবরোধ করেছিলেন। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জুন প্রথম আলোকে বলেন, পরীক্ষার হলে তিন শিক্ষার্থীর কেন্দ্রের আসন পরিবর্তন করাসহ শিক্ষকের সঙ্গে অনাবশ্যক তর্ক করেছিলেন। দায়িত্বে থাকা শিক্ষক তাঁদের বহিষ্কারের ভয় দেখান। এভাবেই পরীক্ষার হলে ঝামেলা সামাল দিয়ে থাকেন শিক্ষকেরা। ওই তিন শিক্ষার্থী বিষয়টি বিভিন্ন ছাত্রসংগঠনকে জানায় এবং তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ও ছাত্রসংগঠনের নেতারা আসার পর বিষয়টি সমাধান হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে—এমন গুজবে সড়ক অবরোধ করা হয়েছিল। আসলে কাউকে বহিষ্কার করা হয়নি। ছাত্রলীগের সাধারণ সম্পাদককে নিয়ে শিক্ষকের সঙ্গে আলোচনার পর বিষয়টি সমাধান করা হয়েছে

আরও পড়ুনঃহাকালুকি হাওরে পাখি নিধন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..